Course Semester Duration Installment Admission Total
B.Ed 2 1 year 5,000/- 5000/- 35,000/-

বিএড ভর্তি বিষয়ক তথ্য

ক. ভর্তিচ্ছু আবেদনকারীদের জাতীয় বিশ্ববিদ্যালয় অথবা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রী থাকতে হবে ।
খ. এসএসসি/দাখিল/সমমান থেকে স্নাতক পর্যন্ত অন্ততপক্ষে যে কোনো দুটি পরীক্ষায় দ্বিতীয় শ্রেণি বা বিভাগ থাকতে হবে ।
গ. কর্মরত শিক্ষক অর্থাৎ স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতায় যাদের বিরতিহীনভাবে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা রয়েছে তাঁদের ক্ষেত্রে এ শর্ত শিথিলযোগ্য। তাদের এসএসসি/সমমান থেকে স্নাতক পর্যন্ত যে কোনো একটি পরীক্ষায় ন্যূনতম দ্বিতীয় বিভাগ/শ্রেণি থাকতে হবে । অর্থাৎ যাদের ২টি ৩য় বিভাগ/শ্রেণি আছে তারাও ভর্তি হতে পারবে যদি তাদের শিক্ষকতা পেশায় বিরতিহীনভাবে ০৭ (সাত) বছরের অভিজ্ঞতা থাকে ।

কর্মরত শিক্ষক বলতে বোঝায়

  • যে কোনো বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্ম এমপিওভুক্ত শিক্ষক ।
  • সরকারি/আধাসরকারি সংস্থা কর্তৃক প্রতিষ্ঠিত পরিচালিত যে সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠান এমপিও বহির্ভূত সকল
    শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক ।
  • সরকারি প্রকল্পের অধীনে নিযুক্ত শিক্ষক ।

ঘ. কোনো শিক্ষার্থী একই সময়ে একাধিক কোর্সে কিংবা একাধিক বিশ্ববিদ্যালয়ে/প্রতিষ্ঠানে অধ্যয়ন ও পরীক্ষায় অংশগ্রহণ করে থাকলে দ্বৈতভর্তিজনিত কারণে তার ভর্তি ভর্তিসমূহ বাতিল বলে গণ্য হবে ।
ঙ. মাদ্রাসা বোর্ডের অধীনে ফাজিল, কামিল এবং ফাজিল বিএ (স্পেশাল) ডিগ্রীধারী ভর্তির অযোগ্য ।

আবেদনের নিয়ম:

আবেদন করতে হবে অনলাইনে । ভর্তিচ্ছুক শিক্ষার্থীগণ প্রথমে অত্র কলেজে নির্ধারিত ফি জমা দিয়ে কলেজ কর্তৃপক্ষের অনুমতিক্রমে নিম্নবর্ণিত ওয়েব সাইটে প্রবেশ করে আবেদন করে আবেদন ফরম পূরণ করে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্টকপি সংগ্রহ করে কলেজ অফিসে জমা দিতে হবে । অনলাইনে আবেদন ফরম পূরণে অত্র কলেজের সহায়তা নেয়া যাবে । জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট : www.nu.edu.bd/admission

যা জমা দিতে হবে

অনলাইনে পূরণকৃত আবেদন ফরমের সাথে নিম্নবর্ণিত কাগজপত্র জমা দিতে হবে :

ক. এসএসসি/সমমান থেকে স্নাতক পর্যন্ত শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্র ও নম্বরপত্রের সত্যায়িত ছাড়া ৩ সেট ফটোকপি।
খ. সত্যায়িত ছাড়া ১০ (দশ) কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি ।
গ. জাতীয় বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত ডিগ্রীধারীদের মাইগ্রেশন সনদের ফটোকপি ।
ঘ. গেজেটেড কর্মকর্তা প্রদত্ত চারিত্রিক সনদপত্র ।
ঙ. স্নাতক পরীক্ষায় পাশ সংক্রান্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রশংসাপত্র ।

চ. কর্মরত শিক্ষকদের ক্ষেত্রে ক থেকে ঙ পর্যন্ত উল্লিখিত কাগজপত্রের সঙ্গে নিম্নবর্ণিত কাগজপত্র সংযুক্ত করতে হবে ।
এমপিও ভুক্তির সত্যায়িত ফটোকপি; এমপিও বহির্ভূত শিক্ষকদের ক্ষেত্রে মাসিক বেতন গ্রহণের প্রমাণাদির কপি; শিক্ষকতার অভিজ্ঞতা সনদের ফটোকপি ম্যানেজিং কমিটি কর্তৃক ছুটি মঞ্জুরের ফটোকপি ।

ছ. কম্পিউটারে পূরণকৃত আবেদন ফরমের প্রিন্ট কপির সাথে প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট কলেজ অফিসে জমা দিয়ে কলেজ থেকে শিক্ষার্থী রিসিভ কপি সংগ্রহ করবে । অসম্পূর্ণ আবেদন ভর্তির অযোগ্য ।
ঝ. সকল কাগজপত্র অধ্যক্ষ সত্যায়িত করবেন । তাই কোনো কাগজপত্র সত্যায়িত করে জমা দেয়ার দরকার নেই । তবে সত্যায়িত করার সময় মূল কাগজ দেখাতে হবে ।

মূল সনদপত্র

ভর্তির সময় অবশ্যই কলেজ কর্তৃপক্ষকে মূল সনদপত্র প্রদর্শন করতে হবে । কলেজ কর্তৃপক্ষ সনদপত্রের সত্যতা সম্পর্কে নিশ্চিত হয়ে বিশ্ববিদ্যালয়ে কাগজপত্র দাখিল করবেন । প্রয়োজনীয় কাগজপত্র অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন কার্ড সরবরাহ করা হবে না, ভর্তি বাতিল বলে গণ্য হবে । প্রশিক্ষণার্থীদের রেজিস্ট্রেশন সম্পন্ন না হওয়া পর্যন্ত ডিগ্রীর মূল সনদপত্র কলেজ কর্তৃপক্ষের কাছে জমা থাকবে ।

ভর্তি ও নির্বাচন

  • প্রার্থীকে অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বিএড কোর্সে ভর্তির শিক্ষাগত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে ।
  • কলেজের প্রার্থী নির্বাচন কমিটি কর্তৃক নির্ধারিত শিক্ষকতা পেশায় উপযোগী উত্তম চরিত্র ও ব্যক্তিত্বের অধিকারী হতে হবে ।
  • মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাথে পরামর্শক্রমে বিএড কোর্সে প্রার্থী নির্বাচনের মানদণ্ড নির্ধারণ করবেন।
  • জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ প্রার্থী নির্বাচন প্রক্রিয়া তদারক করবেন ।

নৈর্বাচনিক বিষয় নির্বাচন

  • শিক্ষাবর্ষ শুরুর একমাস অথবা জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত তারিখের মধ্যে প্রশিক্ষণার্থীদের নৈতিক বিষয় অধ্যক্ষের অনুমতিসাপেক্ষে সম্পন্ন করতে হবে ।
  • স্নাতক পর্যায়ে পঠিত হয়নি এমন বিষয় বিএড কোর্সে নৈর্বাচনিক বিষয় হিসেবে পড়ার অনুমতি দেয়া হবে না ।
  • স্নাতক পর্যায়ে পঠিত বিষয় যদি বিএড কোর্সের নৈর্বাচনিক বিষয়-তালিকায় অন্তর্ভুক্ত না থাকে তবে অধ্যক্ষের পূর্বানুমতি সাপেক্ষে এইচএসসি পর্যায়ে পঠিত বিষয় বিএড কোর্সে নৈর্বাচনিক বিষয় হিসেবে নির্বাচন করা যাবে ।

ভর্তি বাতিল

কোনো প্রশিক্ষণার্থী ভর্তি বাতিল করতে চাইলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রুল অনুযায়ী করতে পারবে। এমতাবস্থায় ভর্তি ও আনুষঙ্গিক ফি ফেরত দেয়া হবে না ।

ডিগ্রি প্রাপ্তির যোগ্যতা

বিএড ডিগ্রি অর্জনে প্রশিক্ষণার্থীকে শিক্ষাক্রম দলিলের কার্যক্রম কাঠামোতে সন্নিবেশিত দুটি শিক্ষাদান বিষয়সহ আবশ্যক কোর্সসমূহ কৃতিত্বের সাথে সম্পন্ন করতে হবে ।

এগুলো অর্জনে প্রশিক্ষণার্থীর প্রয়োজন–

  • প্রতিষ্ঠানভিত্তিক ও নমনীয় (তত্ত্বগত) কোর্স সমূহের সন্তোষজনক সমাপন ।
  • কমপক্ষে ১৩ সপ্তাহের বিদ্যালয়ভিত্তিক দুই পর্বের অনুশীলনী পাঠদান কার্যক্রমের সন্তোষজনক সমাপন ।
  • চূড়ান্ত পরীক্ষাসহ বিভিন্ন প্রকার মূল্যায়নে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত পাশ নম্বর প্রাপ্তি ।

পাশ নম্বর ও ডিগ্রি প্রাপ্তির শর্ত

  • পাশ নম্বর ও ডিগ্রি প্রাপ্তির শর্ত
  • মৌখিক পরীক্ষার পাশ নম্বর হবে ৪০%;
  • পাঠদান অনুশীলন পরীক্ষার পাশ নম্বর হবে ৪০%;
  • প্রতি বিষয়ে অভ্যন্তরীণ ও বহিঃতত্ত্বীয় পরীক্ষায় আলাদা আলাদাভাবে পাশ করতে হবে;
  • বিএড ডিগ্রী প্রাপ্তির জন্য একজন পরীক্ষার্থীর অবশ্যই সকল বিষয়ের একত্রে মোট পাশ নম্বর হবে ৪০০ অর্থাৎ সর্বমোট নম্বরের ৪০%

বিএড ডিগ্রি অর্জনে অসমর্থ হলে

যদিও এই শিক্ষাক্রম কার্যক্রমের আদর্শ সময় এক শিক্ষাবর্ষ তবুও কোনো শিক্ষার্থী কোর্সের কেনো অংশে বা পর্যায়ে নির্ধারিত মান অর্জনে অসমর্থ হলে প্রথম তারিখ থেকে শুরু করে তিন বছরের মধ্যে বিএড ডিগ্রী অর্জন করার সুযোগ পাবে । প্রথম ভর্তির সেশন থেকে তিন বছরের মধ্যে কোর্স সম্পন্ন না হলে শিক্ষার্থীকে কোর্সে পুনভর্তি হতে হবে এবং যোগ্যতাকে বর্তমান মান উপযোগী প্রমাণে কিছু কিছু অংশ পুনরায় সম্পন্ন করতে হবে ।

Bachelor Of Education(B.Ed) Course Outline